শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মসম্পাদন চুক্তি পরিকল্পনা, শুদ্ধাচার কৌশল, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার এবং ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বিভিন্ন দফতরের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। আগামী এক সপ্তাহ এ প্রশিক্ষণ চলবে।
আজ রোববার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতর আয়োজিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার।
প্রফেসর আবদুস সালাম হাওলাদার বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে সমন্বিত প্রশিক্ষণ হয়েছে। তবে প্রথমবারের মতো দফতর কেন্দ্রিক প্রশিক্ষণ শুরু হয়েছে। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ খুবই কার্যকর ভূমিকা পালন করবে। ভবিষ্যতে দফতর কেন্দ্রিক প্রশিক্ষণ বাড়বে এবং কর্মকর্তা-কর্মচারীরা পেশাগত উৎকর্ষ অর্জন করতে পারবে।
আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। সঞ্চালনা করেন সিস্টেম অ্যানালিস্ট ড. হায়দার আলী। স্বাগত বক্তব্য দেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য। প্রশিক্ষণ বিষয়ে মতামত ব্যক্ত করেন শিক্ষক প্রশিক্ষণ দফতরের পরিচালক মো. হাছানুর রহমান।
Discussion about this post