খেলাধূলা ডেস্ক
বিরাট কোহলির মত ব্যাটসম্যানের ক্যাচ মিস করেন মিচেল মার্শ, আর ম্যাচ হেরে সেটার খেসারত দিতে হলো অজিদের।
দলের সংগ্রহ মাত্র ১৯৯ রান। এই সামান্য সংগ্রহ নিয়েও প্রথম দুই ওভারে মাত্র ২ রানের ভেতর ভারতের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, ইশান কিশান ও শ্রেয়াস আয়ারকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান দুই অজি পেসার স্টার্ক ও হাজেলউড।বিরাট কোহলি আর লোকেশ রাহুল শক্ত হাতে ধরলেন হাল। তাদের তৈরি করা পথ ধরে ম্যাচটা সহজে জিতে নিলো ভারত। কোহলি ও রাহুল জুটি বেঁধে শুরুর অশনি সংকেত দূর করে দেন। দুজনেই করেন হাফ সেঞ্চুরি। ৭৫ বলে কোহলি ফিফটি করেন, পঞ্চাশ করতে ৭২ বল খেলেছেন রাহুল। তাদের জুটিতে জয়ের ইঙ্গিত পাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু কোহলিকে থামতে হয়। ৮৫ রানে আউট হন তিনি।
জয় তখন সময়ের ব্যাপার। রাহুল সেঞ্চুরি থেকে ২৫ রান দূরে। তিন অঙ্কের ঘরে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগোতে থাকেন তিনি। ৪২তম ওভারে তার হাঁকানো ছয়েই ভারত জয়ের বন্দরে নোঙর ফেলে। ম্যাচসেরা হয়েছেন। ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন তিনি। হার্দিক পান্ডিয়া ৮ বলে ১ ছক্কায় ১১ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছিল না অস্ট্রেলিয়ান ব্যাটাররা। লো স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ভারতীয় বোলারদের দাপটের মুখে মাত্র ১৯৯ রানে অলআউট হলো অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার যা একটু লড়াই করলেন বুমরাহ, জাদেজা, অশ্বিন এবং সিরাজদের বিপক্ষে। সর্বোচ্চ ৪৬ রান করলেন স্মিথ। ৪১ রান করলেন ওয়ার্নার।
Discussion about this post