শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন অনুষদের ৭৭ জন শিক্ষার্থী।
গত মঙ্গলবার( ১০ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপসচিব রতন কুমার মণ্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফেলোশিপের তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় ভৌতবিজ্ঞান, জীব ও চিকিৎসা বিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান এবং নবায়ন ক্যাটাগরিতে শাবিপ্রবির মোট ৭৭ জন শিক্ষার্থী ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।
এর মধ্যে ভৌত বিজ্ঞান গ্রুপে এমএস, এমফিল, পিএইচডি ক্যাটাগরিতে মোট ১ হাজার ২১৪ জনের মধ্যে শাবিপ্রবি থেকে ৩২ জন, জীব ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে ৯২৫ জনের মধ্যে ২৪ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১ হাজার ৭০৬ জনের মধ্যে ২১ জন ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।
এদিকে ফেলোশিপের জন্য মনোনীত এমএস ক্যাটাগরিতে প্রত্যেক ফেলোকে ৫৪ হাজার টাকা, এমফিল (প্রথমবর্ষ) ক্যাটাগরিতে ৬৮ হাজার ৪০০ ও এমফিল (দ্বিতীয়বর্ষ) ক্যাটাগরিতে ৯৯ হাজার টাকা এবং পিএইচডি ক্যাটাগরিতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমকে বেগবান করতে ভৌত বিজ্ঞান, জীব ও চিকিৎসা বিজ্ঞান, খাদ্য ও কৃষি ক্যাটাগরিতে এই ফেলোশিপ দিয়ে আসছে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়। এতে বিশ্ববিদ্যালয়ে, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এমএস, এমফিল, পিএইচডি, পোস্ট-ডক্টোরাল শিক্ষার্থী ও গবেষকদের আবেদনের ভিত্তিতে এ ফেলোশিপ দেওয়া হচ্ছে।
Discussion about this post