শিক্ষার আলো ডেস্ক
The Germany Academic Exchange Service যাকে সংক্ষেপে বলা হয় ডাড স্কলারশিপ- হলো একটি জার্মানভিত্তিক স্কলারশিপ। এটি জার্মানীর অন্যতম প্রেস্টিজিয়াস স্কলারশিপ। যারা উচ্চশিক্ষার জন্য যেতে চান জার্মানী, তাদের জন্য ডাড একটি লোভনীয় স্কলারশিপ। মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপে আপনি ১০ থকে ১৪ মাস মেয়াদী মাস্টার্স বা পিএইচডি করতে পারবেন বা এই সময়ের জন্য সার্বিক সহযোগিতা পাবেন। এটি প্রথম চালু হয় ১৯২৫ সালে আর বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারে।
যেসব বিষয়ে বৃত্তি পাওয়া যায়-
*ইকোনমিক সায়েন্স,
*ব্যবসায় প্রশাসন,
*পলিটিক্যাল ইকোনমিকস,
*ডেভেলপমেন্ট কো-অপারেশন,
*ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিলেটেড সায়েন্স,
*গণিত,
*রিজিওনাল প্ল্যানিং,
*কৃষি ও বনবিজ্ঞান,
*পরিবেশবিদ্যা,
*গণস্বাস্থ্য,
*ভেটেরিনারি মেডিসিন,
*সামাজিক বিজ্ঞান,
*শিক্ষা ও আইন,
*গণমাধ্যম ইত্যাদি।
স্কলারশিপ প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় কাগজপত্র –
১। Online আবেদন ফর্ম
২। সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট
৩। Euro Pas Formatted CV
৪। SOP
৫। বিশ্ববিদ্যালয়ের offer Letter (যদি থাকেন, তাহলে আবেদনের সাথেই দিতে হবে)
৬। রিকমেন্ডেশন লেটার (২ টি) – সাইন ও সীল দিয়ে সীলড অবস্থায় দিতে হবে।
৭। Work Experience Certificate
৮। IELTS Certificate (যদি প্রয়োজন হয়)
৭। NID
৮। পাসপোর্টের কপি
সুযোগ-সুবিধা-
জার্মানিতে অন্যান্য স্কলারশিপের তুলনায় ডাড-এর সুযোগ-সুবিধা অনেক বেশি।
*টিউশন ফি ও পরীক্ষার ফি।
*মাসিক ভাতা (পিএইচডি-১২০০ ইউরো, মাস্টার্স-৮৬১ ইউরো)।
*উড়োজাহাজের জন্য টিকিট
*স্বাস্থ্যবিমা
*বাড়িভাড়া এবং পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা
আবেদনের যোগ্যতা-
*আবেদনের যোগ্যতা হিসেবে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে:
*নিজ কর্মক্ষেত্রে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ থাকা জরুরি;
*জার্মান ভাষায় পড়তে চাইলে সে ভাষায় ন্যূনতম বি১ পর্যায়ের দক্ষতা প্রয়োজন হবে;
*প্রার্থীকে উন্নয়নশীল দেশের হতে হবে।
আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা-
প্রথমে ডাড স্কলারশিপের আওতাভুক্ত কোর্স থেকে কোর্স নির্বাচন করে পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাছাই করে আবেদন করতে হবে। সর্বোচ্চ তিনটি কোর্সে আবেদন করা যায়। এরপর বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের নির্বাচন করে। যে কেউ যদি নির্বাচিত হন, তাহলে তাদের ডাড স্কলারশিপে আবেদন করতে বলবে।
বৃত্তির বিস্তারিত জানতে ক্লিক করুন-
Discussion about this post