শিক্ষার আলো ডেস্ক
এই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ রেজিস্ট্রার পেলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। বিশ্ববিদ্যালয়ের ৮০তম সিন্ডিকেট সভায় কাবেরী মজুমদারকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়।
শনিবার (১৪ অক্টাবর) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাবেরী মজুমদার ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার পদে যোগদান করেন। যোগদানের শুরুর দিকে তিনি প্রায় চার বছর রেজিস্ট্রারের (চলতি) দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দীর্ঘ সময় অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কাজ করার পর সর্বশেষ ২০২২ সালের ২৩ নভেম্বর আবারো ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পান। আর পূর্ণাঙ্গ রেজিস্ট্রার পদে তিনি নিয়োগ পেলেন ১০ অক্টোবর।
উল্লেখ্য, কাবেরী মজুমদার এতদিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসছিলেন। এর পূর্বে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান।
Discussion about this post