শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে চুয়েটের মেধাবী ও অসচ্ছল ১৫৭ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে ।
রোববার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৫৭ জন শিক্ষার্থীদের মধ্যে মোট ২৭ লাখ টাকা বৃত্তির টাকা তুলে দেওয়া হয় ৷ এ সময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সহযোগী ও অগ্রযাত্রার নিয়ামক। অ্যালামনাইয়ের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের নেটওয়ার্কিং বাড়াতে এ ধরনের উদ্যোগ আশাব্যঞ্জক। চুয়েট থেকে দীর্ঘ ৫৫ বছরে সাড়ে ১২ হাজারের বেশি শিক্ষার্থী বের হয়েছে। সবাই দেশ-বিদেশে দক্ষতার সঙ্গে অবদান রেখে চলেছেন।
চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রকৌশলী খান আতাউর রহমান সান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিঅ্যান্ডটি গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোকলেছুর রহমান, চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁঞা এবং চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মেজর মো. ফিরোজ খাননুন ফারাজি (অব.)। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চুয়েট কানাডা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রকৌশল মো. হাবিবুর রহমান, চুয়েট অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রকৌশলী ড. আবদুল্লাহহ আল মামুন এবং চুয়েটের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী মো. হাফিজুর রহমান।
Discussion about this post