বিশ্বকাপে এ বার চমকে দিল নেদারল্যান্ডস, ৩৮ রানে হার দক্ষিণ আফ্রিকার।
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে এবার মাটিতে নামাল নেদারল্যান্ডস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি তারা জিতল ৩৮ রানে।
একদিনের ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোনও টেস্ট খেলিয়ে দেশকে হারানোর স্বাদ পেলেন ডাচরা। আজ ৩৮ রানে জিতলেন। আর যে দক্ষিণ আফ্রিকাকে সেই স্বপ্নপূরণ করলেন ডাচরা, সেই প্রোটিয়াদের পাক্কা এক বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়ে দিয়েছিলেন। শুধু হারিয়ে দেননি, দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিলেন।
ধর্মশালায় টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। আগে ব্যাট করে ৪৩ ওভারে আট উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে ডাচরা। জবাবে ৪২.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে প্রোটিয়ারা তোলে ২০৭ রান।
২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ৩৬ রান যোগ করেন দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। ২০ রান করা ডি কককে ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাকারম্যান। দলীয় ৩৯ রানে ব্যক্তিগত ১৬ রানের মাথায় ফন ডার মারউইর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাভুমা। বিনা উইকেটে ৩৬ থেকে ৪৪ রানেই চার উইকেট নেই প্রোটিয়াদের। তখনই ম্যাচের মোমেন্টাম হারিয়ে বসে তারা।
ডেভিড মিলার ৫২ বলে ৪৩ রান করে আশা জিইয়ে রাখলেও তাকে বোল্ড করে প্রেটিয়াদের সেই আশা শেষ করে দেন ফন বিক। এরপর প্রোটিয়াদের পক্ষে কেউই দাঁড়াতে পারেননি। বরং, ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয় আফ্রিকান ব্যাটাররা। শেষের দিকে কেশব মহারাজ চেষ্টা চালিয়ে গেলেও পারেননি তিনি। শেষ পর্যন্ত ২০৭ রানে থামে তারা।
নেদারল্যান্ডস : ৪৩ ওভারে ২৪৫/৮। (বিক্রম ২, ম্যাক্স ১৮, কলিন ১২, ডি লিড ২, সাইব্র্যান্ড ১৯, তেজা ২০, অ্যাডওয়ার্ডস ৭৮*, ফর বিক ১০, মারউই ২৯, আরিয়ান ২৩*; লুঙ্গি ৯-১-৫৭-২, জ্যানসেন ৮-১-২৭-২ , রাবাদা ৯-১-৫৬-২ , জেরাল্ড ৭-০-৪৫-১, কেশভ ৯-০-৩৮-১)
Discussion about this post