শিক্ষার আলো ডেস্ক
দেশের সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত লিংক ব্যবহার করে আবেদন করতে পারবেন।
আজ বুধবার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা সই করা এক বিজ্ঞপ্তিতে এ আবেদন আহ্বান করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, ১৪ থেকে ১৬তম বিসিএস থেকে যারা অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন তাদের মধ্যে যারা অধ্যক্ষ-উপাধ্যক্ষ হতে আগ্রহী তারা আগামী ৩০ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত লিংক ব্যবহার করে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের “সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০” অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে প্রেরিত আবেদন বিবেচনা করা হবে না। যথাযথ নীতিমালা অনুসরণ করে এ আবেদন করতে হবে। সরকারি কলেজ শিক্ষক বদলি নীতিমালা ২০২০ অনুযায়ী, অনলাইনের বাইরে কারও বদলির সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহীদের আগামী ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.shed.gov.bd/www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে।
Discussion about this post