শিক্ষার আলো ডেস্ক
কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের তিন নারী শিক্ষার্থীকে ‘চেয়ারম্যানস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী প্রতিভা রাণী দাস (১ম স্থান), সানজানা নেওয়াজ চৌধুরী (২য় স্থান), রোজিনা আক্তার লোপা (৩য় স্থান)।
গত মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোমিন উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো কামাল উদ্দীন আহমদ বলেন, ইংরেজি বিভাগ বরাবরই ব্যতিক্রমধর্মী। শিক্ষার্থীদের পড়ালেখায় আরো বেশি উজ্জীবিত করতে প্রতিটি বিভাগের উচিত এমন পদক্ষেপ গ্রহণ করা। এই অ্যাওয়ার্ড প্রবর্তনের ফলে শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রেরণা তৈরি হবে।
প্রসঙ্গত, ইংরেজি বিভাগের ১০৪তম একাডেমিক কমিটি সভায় ‘চেয়ারম্যানস অ্যাওয়ার্ড’ প্রদানের সিদ্ধান্তটি গৃহীত হয়। শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার আগ্রহ তৈরিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় যেসব শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করবে তাদের এ পুরস্কার দেওয়া হবে।
Discussion about this post