শিক্ষার আলো ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড।
এ স্কলারশিপের আওতায় পোস্টগ্রাজুয়েট মেরিট স্কলারশিপ–২০২৪ এ ১২৫টি বৃত্তি দেয়া হবে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে শুরু হবে প্রোগ্রাম।
ইউনিভার্সিটি অব শেফিল্ড যুক্তরাজ্যের ২০২৪ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংঙ্কিংয়ে ১৩তম অবস্থানে রয়েছে। এছাড়া ৫০টি আন্তর্জাতিক বৈচিত্র্যময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৬তম।
সুযোগ-সুবিধা:
এ বৃত্তিতে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা পাঁচ হাজার পাউন্ড করে পাবেন। বাংলাদেশি মুদ্রায় (১ পাউন্ড সমান ১৩৩ টাকা ৭৩ পয়সা) এর পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৬৮ হাজার ৬৫১ টাকা।
ভর্তি পদ্ধতি:
এ স্কলারশিপ পাওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের অটাম সেমিস্টারে শুরু হওয়া প্রোগ্রামের একটি পূর্ণ কোর্সে ভর্তি হতে হবে। তবে শেফিল্ড বিশ্ববিদ্যালয় এবং অন্য প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার করা মাস্টার্স প্রোগ্রামগুলোতে এ বৃত্তি পাওয়া যাবে না। এছাড়া দূরশিক্ষণ, ক্রসওয়ে কোর্স বা ইরাসমাস মুন্ডাস কোর্সের শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পাবেন না।
আবেদন প্রক্রিয়া:
আগামী বছরের ১৩ মে পর্যন্ত বৃত্তির জন্য আবেদন করা যাবে। বৃত্তির ফলাফল ঘোষণা হবে ২০২৪–এর ১০ জুন। যে শিক্ষার্থী বৃত্তি পাবেন, তাকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বীকৃতিপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।
Discussion about this post