শিক্ষার আলো ডেস্ক
বর্তমানে নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাঠদান চলছে। এ দুই শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নও হবে নতুন পদ্ধতিতে। এবার কোনো প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্টও হবে না।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, ষাণ্মাসিক মূল্যায়নের পর এবার আসছে বছরের সামষ্টিক মূল্যায়ন। এরই মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির এ মূল্যায়ন নির্দেশিকা সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগাম নির্দেশনায় জানানো হয়েছে— মূল্যায়ন পরিচালনাসংক্রান্ত নির্দেশনা আগামীকাল রোববার (২৯ অক্টোবর) প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।
আগামী ৫ নভেম্বর থেকে মূল্যায়ন শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ২৯ অক্টোবর নির্দেশনা স্কুলে পাঠাবে মাউশি। ২ নভেম্বর তা জানাতে স্কুলে স্কুলে অনুষ্ঠিত হবে অভিভাবক সমাবেশ। অর্থাৎ মূল্যায়ন শুরুর ৭ দিন আগে নির্দেশনা পাবেন শিক্ষকেরা। সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের মূল্যায়ন করতে হবে। আর অভিভাবক ও শিক্ষার্থীরা মূল্যায়ন নির্দেশিকা সম্পর্কে জানতে পারবেন মূল্যায়ন শুরুর তিন দিন আগে।
Discussion about this post