শিক্ষার আলো ডেস্ক
হরতাল, অবরোধ ও ধর্মঘটের মতো কর্মসূচিতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। তবে, পরীক্ষাগুলো সশরীরে নেওয়া হবে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশের যেকোনো পরিস্থিতি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণের বাইরে থাকলে তখন ক্লাসগুলো অনলাইনে নেওয়া হবে। তবে পরীক্ষাগুলো অনলাইনে নেওয়া হবে না। সেটা সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন।
এছাড়া যেসব বিভাগে ব্যবহারিক ক্লাস আছে তা পরবর্তীতে সশরীরে নিতে হবে বলে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।
Discussion about this post