শিক্ষার আলো ডেস্ক
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের সড়ক, রেলপথ ও নৌ-পথ অবরোধের মধ্যেও ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলমান থাকবে। তবে কোনো প্রার্থী ঢাকায় আসতে না পারলে তার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়।
আজ সোমবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান জানান, ১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা শেষ করতে এমনিতেই অনেক সময় লেগেছে। এই অবস্থায় মৌখিক পরীক্ষা স্থগিত করা হলে ফল প্রকাশের কাজ আরো পিছিয়ে যাবে। তাই অবরোধ চললেও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তবে অবরোধের কারণে কোনো প্রার্থী যদি ঢাকায় আসতে না পারেন তাহলে পরবর্তীতে তার পরীক্ষা আয়োজনের বিষয়ে বিবেচনা করা হবে। তবে এক্ষেত্রে অবশ্যই যথাযথ কারণটি দেখাতে হবে।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা চলবে।
Discussion about this post