শিক্ষার আলো ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সকল ডিসিপ্লিনের ১ম বর্ষের প্রথম টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।
আজ সোমবার (৩০ অক্টোবর) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রণীত সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সকল ডিসিপ্লিনের প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস চলবে ৩০ নভেম্বর পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ১ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত, পরীক্ষা গ্রহণ ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া পূর্ব নির্ধারিত ডিসেম্বরের শেষ সপ্তাহের শীতকালীন ছুটি আগামী জানুয়ারি ২০২৪ মাসের ০১-০৬ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়।
Discussion about this post