শিক্ষার আলো ডেস্ক
প্রেস কাউন্সিলের সদস্য হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। তিনি প্রেস কাউন্সিলের ২১তম কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আগামী দুই বছরের জন্য তাকে কাউন্সিলের মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর ৪(৩)(ডি) ধারায় উল্লেখ রয়েছে, ১৪ সদস্যের কাউন্সিলের একজন সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত হবেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সচিব ড. ফেরদৌস জামানকে সদস্য পদে ইউজিসি থেকে মনোনয়ন প্রদান করা হয়েছে। ২১তম কাউন্সিলের সব সদস্যের তালিকা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশের বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে।
এই মনোনয়ন এর মাধ্যমে ড. ফেরদৌস জামান আগামী দুই বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
Discussion about this post