খেলাধূলা ডেস্ক
বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখন ফখর জামানের দখলে। শুধু তাই নয়, বিধ্বংসী শতকে ফখর গড়েছেন আরও রেকর্ড।
৪০২ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে আব্দুল্লাহ শফিককে হারায় তারা। টিম সাউদি তাকে ৪ রানে ফেরান। কেন উইলিয়ামসন দুর্দান্ত ক্যাচ নেন।
এরপর ক্রিজে আধিপত্য করেন বাবর ও ফখর। ৩৯ বলে ফিফটি করা ফখর দ্রুত তিন অঙ্কের ঘরে পৌঁছে যান। ৬৩ বলে বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন তিনি। ম্যাচ শেষে এই ওপেনার ৮১ বলে ৮ চার ও ১১ ছয়ে ১২৬ রানে অপরাজিত। বাবর ৬৬ রানে খেলছিলেন।
বিশ্বকাপের আসরে ২৪ বছরের মধ্যে তৃতীয় ব্যাটার হিসেবে দুর্দান্ত এক রেকর্ডের মালিকও হয়েছেন ফখর জামান। ১৯৯৯ বিশ্বকাপের পর তৃতীয় ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম ২০ ওভারের মধ্যে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন এই মারকুটে ওপেনার।
নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ৪০২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমেছে পাকিস্তান। আসরে টিকে থাকার লড়াইয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে খেলেছেন ওপেনার ফখর। তিনি যখন সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তখন ইনিংসের ১৯.২ ওভারের খেলা চলছিল।
এর আগে চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের ১৭.২ ওভারের সময় সেঞ্চুরি করেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।
এছাড়া ২০০৩ বিশ্বকাপে ইনিংসের প্রথম ২০ ওভারের মধ্যে (১৮.৬) দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন কানাডার অলরাউন্ডার জন ডেভিসন।
Discussion about this post