শিক্ষার আলো ডেস্ক
আগামী ২৪ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বাড়াতে বসবে দিনব্যাপী প্রজাপতি মেলা।
বুধবার (৮ নভেম্বর) মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন মেলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, “উদ্ভিদের পরাগায়নে প্রজাপতির ভূমিকা অপরিসীম। জাহাঙ্গীরনগরে ছোট এ পতঙ্গটির ১১০টি প্রজাতি আগে পাওয়া গেলেও এখন তা অর্ধেকে নেমে এসেছে। কিন্তু আমাদের অস্তিত্বের খাতিরে প্রকৃতিতে প্রজাপতিকে টিকিয়ে রাখতে হবে। তাই সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও প্রজাপতি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলা অনুষ্ঠিত হবে। চলতি বছর প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’, ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড’ এবং অনলাইন, প্রিন্ট ও টিভি ক্যাটাগরিতে ‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। “
মেলায় শিশু-কিশোরদের জন্য থাকছে প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতি হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, অরিগামি প্রজাপতি, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী ইত্যাদি।
প্রসঙ্গত,বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে ২০১০ সাল থেকে ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
Discussion about this post