শিক্ষার আলো ডেস্ক
এবার ৪৫তম বিসিএস এর বাংলা লিখিত পরীক্ষায় পরিবর্তন এনেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কারিগরি/পেশাগত ও সাধারণ উভয় ক্যাডারে যাঁরা আবেদন করেছেন, তাঁদের দুই দিন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকনিক্যাল/পেশাগত ও সাধারণ উভয় ক্যাডারের প্রার্থীদের ২ দিনে মোট ৩০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ০০১ ও ০০২ কোডের বাংলা পরীক্ষা ২ দিনে অনুষ্ঠিত হবে। টেকনিক্যাল/পেশাগত ক্যাডারের প্রার্থীরা ১০০ নম্বরের ০০১ কোডের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর সাধারণ ক্যাডারের প্রার্থীরা ২০০ নম্বরের ০০২ কোডের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। টেকনিক্যাল/পেশাগত এবং সাধারণ উভয় ক্যাডারের প্রার্থীরা ২ দিনই অর্থাৎ ০০১ ও ০০২ কোডের (১০০+২০০) ৩০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
Discussion about this post