শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় “বঙ্গবন্ধু পিএইচ.ডি ছাত্র বৃত্তি” প্রদানের লক্ষ্যে আবেদন আহ্বান করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে,বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর অর্থায়নে এবং শর্তাধীনে বাংলাদেশের সকল সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের বিভাগসমূহ এবং সকল ইনস্টিটিউটের পিএইচ.ডি গবেষকদের মধ্যে ২টি “বঙ্গবন্ধু পিএইচ.ডি ছাত্র বৃত্তি” প্রদান করা হবে।বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে। আগামী ১৫ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে এবং ১৪ ডিসেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি নিচে দেয়া হলো-
Discussion about this post