শিক্ষার আলো ডেস্ক
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য সহকারী শিক্ষক পদে চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসে এ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
রোববার ( ১৯ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রমতে এ তথ্য জানা যায়।
সূত্রমতে, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী জানুয়ারি মাসে আয়োজন করা হতে পারে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা চলাকালীন চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শূন্য পদের বিপরীতে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে প্রকাশের চিন্তাভাবনা করা হচ্ছে। সবকিছু নির্ভর করছে নির্বাচন পরবর্তী পরিস্থিতির উপর। পরিস্থিতি ভালো থাকলে জানুয়ারি মাসেই চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আরও পড়ুন-প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা জানুয়ারিতে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ বিষয়ে বলেন, ‘ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্য হয়েছে। এছাড়া অনেক শিক্ষক অবসরে যাবেন। ফলে বেশ কিছু পদ শূন্য হবে। আর এই পদগুলোর বিপরীতে আমরা জানুয়ারি মাসে চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এ ধাপের পরীক্ষা আগামী বছরের মার্চে আয়োজন করা হতে পারে।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ছিল গত ২৪ মার্চ। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৮ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
Discussion about this post