শিক্ষার আলো ডেস্ক
ফিলিপাইনে ইউনিভার্সাল ইউথ লিডারশিপ সামিটে ফুল ফান্ডেট ডেলিগেট হওয়ার সুযোগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী মো. মারুফ বিল্লাহ। তিনি ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার (২০ নভেম্বর) মালয়েশিয়া ভিত্তিক ঐ প্রতিষ্ঠান থেকে পাঠানো এক ইমেইলে বিষয়টি জানানো হয়েছে। আগামী ৭ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এই সামিট অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ৩০টি দেশের ৬৫ প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে। আর এই সামিটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকবেন মো. মারুফ বিল্লাহ। এবারের সামিটের প্রতিপাদ্য হলো ‘কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই’।
আরও পড়ুন-আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন বাংলাদেশ টিম ‘অ্যাপোক্যালিপস’
নিজের অনুভূতি প্রকাশ করে মারুফ বলেন, এমন একটি আন্তর্জাতিক সম্মেলনে সংগঠনটির খরচে যাওয়ার সুযোগ পেয়ে আমি অনেক বেশি গর্বিত। বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে নিজের দেশের শিক্ষা, জলবায়ু ও পিছিয়ে পরা জনগোষ্ঠী নিয়ে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন।
Discussion about this post