শিক্ষার আলো ডেস্ক
দেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট । ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে এই সহায়তা দেওয়া হবে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি সহায়তা পেতে আবেদন করতে পারবেন।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।
শিক্ষার্থীর আবেদন ফরম দেখুন এখানে-
ভর্তি সহায়তা পেতে ক্লিক করুন- http://www.eservice.pmeat.gov.bd/admission
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তি সহায়তা দেওয়া হবে। তবে এক্ষেত্রে ভর্তি সহায়তা পেতে শর্ত প্রযোজ্য হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেয়া হলো-
Discussion about this post