শিক্ষার আলো ডেস্ক
৪১তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েও যাঁরা ক্যাডার পদে নিয়োগ পায়নি, তাঁদের মধ্য থেকে ৪ হাজার ৫৩ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার (২২ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৯ম থেকে ১২তম গ্রেডের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
৪১তম বিসিএসের নন-ক্যাডারে পদ পেতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের পছন্দক্রম প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র চেয়েছে পিএসসি।
আরও পড়ুন- ৪০তম বিসিএস নম্বরপত্র পেতে আবেদন ২৬ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর
পছন্দক্রমের জন্য আবেদন করা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর)। আবেদনের শেষ সময় ২৭ নভেম্বর। প্রার্থীদের নিজের পছন্দক্রম পূরণের আগে বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ার পরামর্শ দিয়েছে পিএসসি।
গত ৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।
Discussion about this post