শিক্ষার আলো ডেস্ক
আজ বুধবার (২২ নভেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভা কক্ষে ভাইস চ্যান্সলর এ্যাওয়ার্ড- ২০২৩ পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গবেষণায় এ বিশ্ববিদ্যালয় অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। প্রতিবছর আন্তর্জাতিক মান সম্পন্ন গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হচ্ছে। গবেষণা বাজেট ইতোমধ্যে ৭ গুন বৃদ্ধি করা হয়েছে। গবেষণার মান বৃদ্ধিতে ডিজিটাল লাইব্রেরি, টার্নেটইন সফটওয়্যার চালু করা হয়েছে। আন্তর্জাতিক র্যাংকিং বৃদ্ধি করতে ডিসটিংগুইস প্রফেসর নিয়োগ প্রদানের কাজও চলমান। আমি বিশ্বাস করি সকলের সহযোগীতায় আমরা আরো এগিয়ে যাবো।
আরও পড়ুন-অনলাইনে শুরু হতে যাচ্ছে জাবির প্রথম বর্ষের ক্লাস
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মো. কবির হোসেন।
আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, প্রফেসর ড. মোস্তাক আহমেদ, প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশিদ, প্রফেসর ড. মো. হান্নান, প্রফেসর ড. মোহাম্মদ জসিম উদ্দিন, প্রফেসর ড.মো. শামসুল হক প্রধান,পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. শামীম আহমেদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসাইন।
উল্লেখ্য, এ বছর লাইফ সাইন্স ক্যাটাগরিতে প্রফেসর ড. মো. শামসুল হক প্রধান, সোশ্যাল সাইন্স ক্যাটাগরিতে প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং এপ্লাইড সাইন্স ক্যাটাগরিতে সহকারী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেন।
Discussion about this post