বিনোদন ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণে বিশ্ব আজ অচল প্রায়। এই পরিস্থিতিতে শোবিজ তারকারা নিজ নিজ উদ্যোগে সচেতন করছেন মানুষদের। আহ্বান রাখছেন ঘরে থাকার। গান গেয়ে দিয়ে যাচ্ছেন সাহস। করোনার এই পরিস্থিতিতে ভক্ত-শ্রোতাদের গানে গানে কিছু বার্তা দেওয়ার আশায় ঢাকা ও কলকাতার একঝাঁক তারকা মিলে গাইলেন একটি গান।
একসঙ্গে একই গানে কণ্ঠ দিয়েছেন ভারত-বাংলাদেশের চার জনপ্রিয় কণ্ঠশিল্পী বাংলাদেশের আসিফ ও ইমরান এবং ভারতের কুমার শানু ও অভিজিৎ। তাদের কণ্ঠ দেয়ার পাশাপাশি দুই বাংলার অভিনয় শিল্পীরাও গানটির ভিডিওতে অংশ নেন।
এই গানটির নাম ‘বাংলা হাসবে বিশ্ব হাসবে’। কলকাতার শ্রী প্রীতমের কথা-সুরে গানটির মিউজিক প্রোগ্রামিং করেছেন ঢাকার এমএমপি রনি। মঙ্গলবার কলকাতার গ্রিবস মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। চার কণ্ঠশিল্পীসহ গানটির ভিডিওতে দেখা যাওয়া তারকারা হলেন বাপ্পি লাহিড়ী, পূর্ণিমা শ্রেষ্ঠা, ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ, শ্রাবন্তী, শ্যাম বরণ ব্যানার্জি, সোহম, ওম, চঞ্চল চৌধুরী, বাপ্পি চৌধুরী, দেবাশীষ, লক্ষ্মীরতন শুক্লা, আনিসুর রহমান মিলন, ইমন, পার্থ সারথি, আবু হেনা রনি, জেমি ইয়াসমিন ও শাদাব হাশমি।
এই গান ও ভিডিওতে অংশ নেওয়া শিল্পীদের প্রত্যেকেই নিজ নিজ ঘরে থেকে কাজটি করেছেন। বাংলাদেশ থেকে গানটির মিউজিক সমন্বয় করেছেন কণ্ঠশিল্পী ইমরান আর কলকাতা থেকে শ্রী প্রীতম।
গানটি নিয়ে ইমরান, ‘ পুরো বিশ্বই এখন স্থবির। এক ভাইরাসের কারণে বিপদের মুখে আছি আমরা সবাই। এমন সময়ে প্রিয় দুই বাংলা কঠিন সময় পার করছে। এই সময়টায় মানুষকে উজ্জীবিত রাখতে এবং সচেতন করতে তৈরি বিশেষ এই গানটির অংশ হতে পেরে আমার ভালো লাগছে।’
Discussion about this post