শিক্ষার আলো ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে এবার কমেছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটোই।
এবার সিলেট বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৯ দশমিক ৭৮ শতাংশ।
এবার মোট ৮৩ হাজার ৭৬৫ জন শিক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ১২৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৫৯ হাজার ৫৩৬ জন। এর মধ্যে ছেলে ২৩ হাজার ৯১৬ এবং মেয়ে ৩৫ হাজার ৬২০।
এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৯৯ জন। এর মধ্যে ছেলে ৬১৯ এবং মেয়ে ৮৮০ জন। গত বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে ৩ হাজার ১৭২ জন। গত বছরে রেকর্ড সংখ্যক ৪ হাজার ৮৭১টি জিপিএ-৫ পায় এই বোর্ড।
আরও পড়ুন-এবার পাসের হারে এগিয়ে কারিগরি শিক্ষা বোর্ড
আজ বোরবার (২৬ নভেম্বর) বিকেলে এ ফলাফল ঘোষণা করেন মাধ্যমিক উচ্চ মাধমিক সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সিস্টেম এনালিস্ট সরকার আতিকুল রহমান, বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম, উপ পরীক্ষা নিয়ন্ত্রক হাবববা বাছিত ও সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক দ্বীপেশ রজন দাস।
গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ কমেছে ৩ হাজার ১৭২টি। গেল বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৪০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮৭১ জন।
Discussion about this post