ক্রীড়া ডেস্ক
আগামী ২০ জুন মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় হয়ে ওঠা স্পেনের ফুটবল লীগ লা লিগা এমনটা দাবি করেছেন লেগানেস কোচ হাভিয়ের অগুরি। যদিও লীগ কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো অনুষ্ঠানিক কোনও বক্তব্য দেয়নি।
তবে অগুরি বলেছেন, লা লিগা কর্তৃপক্ষের কাছ থেকেই এই দিনক্ষণ জানতে পেরেছেন। তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে লিগ শুরুর তারিখ পেয়ে গেছি। ২০ জুন শুরু হচ্ছে লা লিগা। আর শেষ করা হবে পাঁচ সপ্তাহের মধ্যে, মানে ২৬ জুলাই।’
এত দ্রুত কীভাবে লিগের বাকি খেলাগুলো শেষ করা হবে সেটিরও একটি রূপরেখা দিয়েছেন অগুরি, ‘খেলা হবে শনি-রবি আর বুধ-বৃহস্পতিবার। সব মিলে ১১টি ম্যাচ দিবস। লা লিগা কর্তৃপক্ষ আমাকে এটা জানিয়েছে। এই সিদ্ধান্তে আমি খুব খুশি। আমরা এরই মধ্যে অনুশীলনের সূচিও বানিয়ে ফেলেছি। শনিবার(৯মে) আমরা অনুশীলন শুরু করব। ভাগ্য ভালো যে আমাদের দলের সবাই করোনা পরীক্ষায় উতরে গেছি।’
দ্রুত লিগ শেষ করতে গিয়ে খেলার নিয়মকানুনে কিছু পরিবর্তনও আনতে হচ্ছে স্পেনের ফুটবল ফেডারেশনকে। খেলোয়াড়দের চোট আর অবসাদমুক্ত রাখতে তিনজনের জায়গায় এখন ম্যাচে পাঁচজন খেলোয়াড় বদলি করতে পারবে দলগুলো। পাঁচজন বদলির বিষয়টি খুব ভালো লেগেছে অগুরির, ‘এটা আমার কাছে খুব ভালো সিদ্ধান্ত মনে হয়েছে। কারণ প্রায় ৮০ দিন ঘরের চার দেয়ালে বন্দী থাকা খেলোয়াড়দের কাছ থেকে পুরো ৯০ মিনিট মাঠে থাকা আশা করা যায় না। এ ছাড়া চোট থেকে খেলোয়াড়দের বাঁচানোর বিষয়ও আছে।’
Discussion about this post