শিক্ষার আলো ডেস্ক
চলতি বছর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে দুইটি ক্যাটাগরিতে মোট ৬৩১ জনকে ২৯ লাখ ৩৩ হাজার টাকার বৃত্তি (এককালীন) প্রদান করা হচ্ছে।
জানা যায়, ক্যাটাগরি দুইটির মধ্যে রয়েছে মেধাবৃত্তি ও উপবৃত্তি/দরিদ্রবৃত্তি। মেধাবৃত্তির আওতায় আসছেন ছয়টি অনুষদের প্রত্যেক বিভাগে প্রতিবর্ষে ফলাফলের দিক থেকে সর্বোচ্চ সিজিপিএধারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানকারী শিক্ষার্থী।
আরও পড়ুন-ঢাবির শামসুন নাহার হলের মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান
এ বছর ২৬০ জন শিক্ষার্থী মোট ১৮ লাখ ২০ হাজার টাকার মেধাবৃত্তি পাচ্ছেন । প্রতিবিভাগের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী পাবেন আট হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থী পাবেন সাত হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থী পাবেন ছয় হাজার টাকা।
অপরদিকে উপবৃত্তি/দরিদ্রবৃত্তি পাচ্ছেন ৩৭১ জন শিক্ষার্থী। তারা মোট পাবেন ১১ লাখ ১৩ হাজার টাকা। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রত্যেকে তিন হাজার টাকা করে পাবেন। এক্ষেত্রে স্নাতক পর্যায়ে ফার্মেসি বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী পাঁচজন, চতুর্থ বর্ষের শিক্ষার্থী ৭৪ জন, তৃতীয় বর্ষের শিক্ষার্থী ৭২ জন, দ্বিতীয় বর্ষের ৭৭ জন, প্রথম বর্ষের ১৪৩ জন শিক্ষার্থী রয়েছেন।
Discussion about this post