শিক্ষার আলো ডেস্ক
মেট্রোরেলের বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশন চালু হয়েছে। বুধবার সকালে এই দুই স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। যাত্রীরা এখন এই দুই স্টেশন থেকে চলাচল শুরু করেছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ১৪ মিনিটে প্রথমে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ছেড়ে আসা মেট্রোট্রেনটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের থামে। এরপর উত্তরা থেকে মতিঝিল অভিমুখের ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে এ স্টেশনে এসে পৌঁছায়।
বিশ্ববিদ্যালয়গামী ছাত্রছাত্রী , অভিভাবক ও সকল যাত্রীরা এতে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা বলছেন আজ যেন এক নতুন দিগন্তের উম্মোচন হলো । মেট্রোরেলের পরিবেশ ও ভ্রমণ বেশ স্বস্তিদায়ক এবং খুব দ্রুত বিশ্ববিদ্যালয় পৌ*ছাতে পারছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাজিদা সিদ্দিকী।
আজ থেকে উত্তরা উত্তর হতে মতিঝিল এবং বিপরীত অভিমুখী সব মেট্রোরেল বিজয় সরনি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে। যাত্রীরা ওই স্টেশনগুলো ব্যবহার করে যাতায়াত সুবিধা উপভোগ করতে পারবেন। মেট্রোরেল আগের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ঢাকা মেট্রোরেলের স্টেশন সংখ্যা ১৭টি। এ দুই স্টেশন চালুর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পথে থাকা স্টেশনগুলোর মধ্যে শাহবাগ ও কারওয়ান বাজার বাদে সবগুলোই চালু হলো।
Discussion about this post