শিক্ষার আলো ডেস্ক
৪৬তম বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে আগ্রহীরা। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমে এ তথ্য জানান।
পিএসসি চেয়ারম্যান জানান, ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি জানুয়ারিতে প্রকাশের পরিকল্পনা ছিল। তবে কিছু জটিলতা তৈরি হওয়ায় বিজ্ঞপ্তি নভেম্বর মাসেই প্রকাশ করা হয়েছে। আগামী বছরের মার্চের মধ্যে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হতে পারে।
আরও পড়ুন-৪৬তম বিসিএস আবেদন শুরু, চলবে ৩১ ডিসেম্বর
তিনি আরো বলেন, এক বছরের মধ্যে ৪৬তম বিসিএস শেষ করার পরিকল্পনা ছিল। আমরাতো দ্রুত সময়ের মধ্যে এই বিসিএস শেষ করতে চাই। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে যাওয়ায় অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে ৪৬তম বিসিএস শেষ করার।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবারের বিসিএসে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ৩১৪০ জন ক্যাডার নিয়োগ পাবেন।
Discussion about this post