শিক্ষার আলো ডেস্ক
প্রথমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগে স্নাতকোত্তর শ্রেণি চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিভাগের সভাপতি ড. নাজমুল হক শাহীন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এরই মধ্যে বিভাগটিতে ভর্তি ফরম উত্তোলন কার্যক্রমও শুরু হয়েছে। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন-ঢাবি-এ গবেষণাগার উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ভর্তি কার্যক্রম শেষে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post