শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষের দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ আয়োজনের প্রস্তাব করা হয়েছে। আগামী রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সাথে অনুষ্ঠিত সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্রমতে জানা যায়, ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। এই খসড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। খসড়ায় ভর্তি বিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমাসহ যাবতীয় বিষয় উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন-এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি
প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ মে ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার একদিন পর ৭ মে ফল প্রকাশ করা হয়। দেশের একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪০টি।
Discussion about this post