শিক্ষার আলো ডেস্ক
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন চাকরীপ্রার্থী।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ফলাফল প্রকাশের ঘোষণা দেয়।
আরও পড়ুন-৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত ফলাফল প্রকাশ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ ও ৬ মে তারিখে অনুষ্ঠিত সপ্তদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্ত ভাবে ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রার্থীগণ পরীক্ষার ফলাফল এনটিআরসিএ’র ওয়েবসাইট থেকে জানতে পারবেন। তাছাড়াও টেলিটক বিডি লিমিটেডের মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Discussion about this post