শিক্ষার আলো ডেস্ক
আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৪ সালের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল স্তরের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) প্রণয়ন করা এ রুটিন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
নতুন রুটিন অনুযায়ী মাদ্রাসাগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত চলবে।
আরও পড়ুন-মাধ্যমিক এর নতুন ক্লাস রুটিন প্রকাশ
এ রুটিন অনুযায়ী, রোলকল করার জন্য মাদরাসার প্রথম পিরিয়ড হবে ৪৫ মিনিট। বাকি পিরিয়ডগুলো হবে ৪০ মিনিট। রুটিনে মাদরাসার বিশেষায়িত বিষয়গুলো ফাঁকা রাখা হয়েছে। ফাঁকা স্থানে মাদরাসার বিশেষায়িত বিষয়গুলো সেশন পরিচালনা করতে হবে। আর রুটিনে দশম শ্রেণির অংশ ফাঁকা রাখা হয়েছে। দশম শ্রেণির রুটিনের বিষয়গুলো মাদরাসার নিজেদের মতো স্থাপন করতে হবে।
Discussion about this post