শিক্ষার আলো ডেস্ক
করোনাকাল ছাড়া ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার। সে অনুযায়ী সোমবারও বছরের প্রথম দিনে দেশের বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়েছে।
একই ধারাবাহিকতায় ১লা জানুয়ারী ২০২৪ ইং,সোমবার,সকালে ‘বই উৎসব ২০২৩ ‘ উপলক্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে ২০২৪ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করেছে চট্টগ্রামের খ্যাতিমান বিদ্যালয় চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ ।
আরও পড়ুন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষার সময়সূচি প্রকাশ
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মোহাম্মদ রেজাউল কবির, সিনেট সদস্য, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়, প্রাক্তন অধ্যক্ষ,ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ,চট্টগ্রাম এবং ভাইস চেয়ারম্যান, রিমা ট্রাস্ট,চট্টগ্রাম।সভাপতিত্ব করেন স্কুল অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহ, সেক্রেটারী,রিমা ট্রাস্ট,চট্টগ্রাম। অনুষ্ঠান সঞ্চালন করেন উপাধ্যক্ষ মোহাম্মদ সিকান্দার মেহেদী।
উৎসবে এসে এবং নতুন বই নিয়ে ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস।
Discussion about this post