নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ৪৮৩টি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত এমপিও আবেদন কারিগরি শিক্ষা অধিদপ্তরে জমা দেয়া যাবে। করোনা পরিস্থিতির কারণে অনেক শিক্ষক কর্মচারী আবেদন করতে না পারায় এমপিও আবেদনের সময় বাড়ানো হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আবেদনের সময় বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, নতুন এমপিওভুক্ত ৪৮৩টি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের আবেদনের সময় ৭ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি ও যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক প্রতিষ্ঠান আবেদন করতে পারেননি এসব প্রতিষ্ঠানের এমপিও আবেদনের সময় বাড়ানো হয়েছে। যারা এখনো এমপিও আবেদন করতে পারেনি তাদের আবেদন আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরে জমা দেয়া যাবে।
এর আগে ১ম দফায় ৩ মে পর্যন্ত চূড়ান্তভাবে নির্বাচিত ৪৮৩টি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদনের সময় দেয়া হয়েছিল। তবে, শিক্ষকরা সময় বাড়ানোর দাবি জানান।অনেক শিক্ষক আবেদন করতে না পাড়ায় অবশেষে তৃতীয় দফায় আবেদনের সময় বৃদ্ধি করা হলো।
Discussion about this post