শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের অনলাইন ও অফলাইন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক অধ্যাপক ডাঃ মো: মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৩-২০২৪ খ্রি. শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গত ২৪ ডিসেম্বর মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জানুয়ারি ২০২৪ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ও (অনলাইন ও অফলাইন) বন্ধ থাকবে।’
আরও পড়ুন-মেডিকেল ভর্তিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ‘আগামী ৯ জানুয়ারি থেকে কোচিং বন্ধ থাকবে। যেহেতু ৯ ফেব্রুয়ারি পরীক্ষা হবে। কাজেই এক মাস আগে বন্ধ করা হবে।’
উল্লেখ্য, এ বছর সাধারণ শিক্ষার্থীদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। মেডিকেল কলেজে ভর্তিতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে শিক্ষার্থীদের। এতে শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন তথা মাইগ্রেশনের সুযোগ রাখা হয়েছে তিনবার। এছাড়াও শিক্ষার্থীরা তাদের পছন্দের তালিকায় রাখতে পারবেন সরকারি ও বেসরকারি কলেজগুলোকে। একই নিয়ম অনুসরণ করা হবে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে। আর বেসরকারি মেডিকেল ভর্তিতে বিগত বছরের মতো এবারও অটোমেশন প্রক্রিয়া অনুসরণ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
Discussion about this post