অনলাইন ডেস্ক
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ এবং এর তাণ্ডবে মৃত্যু বেড়েই চলেছে। এ নিয়ে বাড়ছে উদ্বেগ। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৩,২৭৭ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এবং মারা গেছে ১২৮ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান বলছে, ভারতে কভিড আক্রান্ত ৬২,৯৩৯ জন। এর মধ্যে অ্যাকটিভ কেস ৪১,৪২৭। সুস্থ হয়ে উঠেছেন ১৯,৩৫৮ জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২,১০৯।
মে মাসের শুরু থেকেই সংক্রমণের হার বেড়েছে। তবে, লকডাউন কীভাবে পর্যায়ক্রমিকভাবে শিথিল করা যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে সরকার।
নির্দেশিকা জারি করে স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, জ্বর, সর্দিকাশির মতো মৃদু উপসর্গ থাকলে রোগীকে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না।
কভিড-১৯ পরীক্ষার চাহিদা কমাতেই এই পন্থা বলে মনে করা হচ্ছে।
Discussion about this post