শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ এর বিভিন্ন ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ঢাবি উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অনলাইন ভর্তির আবেদন আগামী ২১ শে মার্চ থেকে শুরু হয়ে চলবে ২৫শে এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন-বুয়েটের ভর্তি আবেদন শুরু ২৫ জানুয়ারি থেকে
সাত কলেজ এর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে (শুক্রবার) ও ২৪ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১১ই মে শনিবার অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৭ই মে শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৮ মে শনিবার অনুষ্ঠিত হবে। গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ মে শনিবার অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা হবে সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
Discussion about this post