শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভর্তি পরীক্ষা আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। ভর্তির সংক্রান্ত বিজ্ঞপ্তি শিগগিরই জানানো হবে বলে এতে জানানো হয়।
আরও পড়ুন-আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি
গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, বিশ্ববিদ্যালয়টিতে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে থাকবে গণিত-৩৫, পদার্থ-৩৫, রসায়ন-১৫, ইংরেজি-১৫ নম্বর। সময় দেয়া হবে দুই ঘণ্টা। প্রশ্ন হবে ইংরেজিতে।
প্রতি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নেগেটিভ মার্কিং হবে। পরীক্ষায় কোন পাশ মার্কস নেই। প্রশ্নপত্র সম্পূর্ণ ইংরেজিতে করা হবে। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
Discussion about this post