শিক্ষার আলো ডেস্ক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নতুনভাবে দায়িত্ব পেয়েছেন বেগম রুমানা আলী। তিনি প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক রুমানা আলী। এর আগে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।
গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুমানা আলীকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।
বেগম রুমানা আলী পেশায় একজন কলেজ শিক্ষক। রাজধানী ঢাকার নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা তিনি।
আরও পড়ুন-কর্মমুখী শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে সকল কাজ এগিয়ে নেয়া হবে- শিক্ষামন্ত্রী
তবে পেশায় শিক্ষক হলেও তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। সাবেক মন্ত্রী ও গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য রহমত আলীর কন্যা হলেন রুমানা আলী। অ্যাডভোকেট মো. রহমত আলী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যও ছিলেন।
মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রয়াত সদস্য অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর-৩ থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মারা যাওয়ার পর তার কন্যা রুমানা আলী সংসদ সদস্য হয়েছিলেন।
Discussion about this post