শিক্ষার আলো ডেস্ক
দেশের নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে শুরুতে আন্ডারগ্র্যাজুয়েট কোর্স চালু না করার জন্য পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গে মতবিনিময়ের সময় সরকারের নির্দশনা তুলে ধরে এ পরামর্শ দেন তিনি।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, যে জেলায় ইতোমধ্যে যেসব সরকারি কলেজ আছে সেগুলোর আন্ডারগ্র্যাজুয়েট কোর্সগুলো মনিটরিং করুক সেখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্ডারগ্র্যাজুয়েট কোর্সগুলো মনিটরিং করবে এবং পোস্টগ্র্যাজুয়েট কোর্স বিশ্ববিদ্যালয় আলাদা করে করবে। শুরুতে নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য তো একটা চ্যালেঞ্জিং টাইম। একটি ফুল সেটআপ নিয়ে সেখান থেকে রিসার্চ ডেভেলপমেন্ট করুক।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সমস্ত কলেজ বা শতবর্ষী কলেজগুলোকে রেসপেক্টিভ বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত করে অ্যাকাডেমিক মনিটরিং নিশ্চিত করতে। এই বিষয়ে পদক্ষেপ নিতে তিনি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, যে সমস্ত জেলায় সরকারি কলেজগুলো আছে, সেসব জেলার কলেজগুলোর অ্যাকাডেমি মনিটরিংয়ের কাজ করবে সেসব জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়।
Discussion about this post