শিক্ষার আলো ডেস্ক
দেশের উত্তর অঞ্চলে তীব্রশীতে স্কুলে যেতে কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে বিধায় রংপুর বিভাগের তিন জেলার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুর বিভাগের তিনটি জেলার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
জেলাগুলো হচ্ছে- কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়। তবে মাধ্যমিক নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, শীতের তীব্রতার কারণে দিনাজপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন-তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হলে মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর বলেন, মাধ্যমিকে এখন পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে।
Discussion about this post