শিক্ষার আলো ডেস্ক
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহের মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে চেয়ারম্যান নিয়োগ দিয়ে আজ বুধবার (৩১ জানুয়ারি) এই আদেশ জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন এবং পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
নিয়োগের শর্তে বলা হয়েছে, বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া ভাতা নিতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন।
আরও পড়ুন-ঢাবি রোবোট্রিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে আধুনিক লাইব্রেরি স্থাপন
এছাড়া, তিনি স্ব-স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গেষ্ঠী বিমা ও অন্যান্য তহবিলে চাঁদা দেবেন। বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার লিভ স্যালারি ও পেনশনের চাঁদা দেবে। সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রিত হবে।
Discussion about this post