শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে তার ছাত্রীর যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রসায়ন বিভাগের অ্যাকাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ এই আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, আপনার বিরুদ্ধে রসায়ন বিভাগের শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুষ্ঠিত রসায়ন বিভাগের অ্যাকাডেমিক কমিটির সুপারিশের আলোকে আপনাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রসায়ন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে আদেশক্রমে বিরত রাখা হলো।
গত বুধবার বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সেলকে মাধ্যম করে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন রসায়ন বিভাগের ২০১৭-১৮ সেশনের ওই ছাত্রী। অভিযোগপত্রে থিসিস চলার সময়ে ওই ছাত্রী সুপারভাইজারের মাধ্যমে যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হওয়ার কথা উল্লেখ করেন এবং ঘটনার ন্যায়বিচার চান। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক।
Discussion about this post