শিক্ষার আলো ডেস্ক
জাপান সরকার প্রদত্ত মেক্সট স্কলারশিপ-২০২৪ এর আওতায় চলতি বছর বৃত্তির জন্য মনোনয়ন পেয়েছেন ১৪ জন বাংলাদেশি শিক্ষার্থী। এর মধ্যে টিচার্স ট্রেনিং পর্যায়ে আছেন ৭ জন এবং জাপানিজ স্টাডিজ কোর্সে ৭ জন শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়াও মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।
আরও পড়ুন-অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই মনোনয়ন বৃত্তিপ্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। জাপান দূতাবাস লিখিত ও মৌখিক পরীক্ষার আয়োজন করবে এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জাপান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃত্তি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
Discussion about this post