শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী এবং বহিরাগতদের ক্যাম্পাস ছাড়তে নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
“ক্যাম্পাসে থাকবে আমার বর্তমান শিক্ষার্থীরা। এখানে সাবেক শিক্ষার্থীদের প্রয়োজন ছাড়া কোনো অবস্থানের দরকার নেই” -আজ বুধবার ক্যাম্পাসের দ্বিতীয় গেট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।তিনি বলেন, যে সব ছাত্রদের শিক্ষাজীবন শেষ হয়ে গেছে তাদের জরুরি কাজ ব্যতীত ক্যাম্পাসে আসার প্রয়োজন নেই।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ঘটনার পর অছাত্র ও বহিরাগতদের ক্যাম্পাসে অবস্থানের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে জাবি প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত অছাত্রদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে আবাসিক হল ছেড়ে চলে না গেলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।ি
আরও পড়ুনঃজাবি ধর্ষণকান্ডে পর্যালোচনা কমিটি গঠন করেছে ইউজিসি
Discussion about this post