শিক্ষার আলো ডেস্ক
ছয়টি বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এছাড়াও সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে নির্দেশনার কথা জানান তিনি।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ভর্তি প্রক্রিয়া স্থগিত মেডিকেল কলেজ নিয়ে তিনি বলেন, এই কলেজগুলোকে দুই মাসের মধ্যে বাংলাদেশ মেডিক্যাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন না নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।
ভর্তি প্রক্রিয়া স্থগিত হওয়া মেডিক্যাল কলেজগুলো
উত্তরা আইচি মেডিক্যাল কলেজ, নর্দান মেডিক্যাল (ঢাকা), নর্দান মেডিক্যাল (রাজশাহী), শাহ মাখদুম মেডিক্যাল কলেজ (ঢাকা), কেয়ার মেডিক্যাল কলেজ এবং সাভার ও নাইটেঙ্গেল মেডিক্যাল কলেজ। এগুলোর মধ্যে কেয়ার মেডিক্যাল কলেজ এবং সাভার ও নাইটেঙ্গেল মেডিক্যাল কলেজের নিবন্ধন বাতিল করা হয়েছে।
Discussion about this post