শিক্ষার আলো ডেস্ক
এস.এস.সি-২০২৪ ইং পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করেছে নগরীর সুপ্রিতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম শিক্ষাবোর্ড অনুমোদিত হলিচাইল্ড স্কুল এন্ড কলেজ। স্কুল মিলনায়তনে স্কুলপ্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ এম.কে.বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্কুলের বিদায়ী শিক্ষার্থীগণ , শিক্ষকমন্ডলী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠের পর ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় বিদায়ী শিক্ষার্থীদের।এরপিআবেগঘন কন্ঠে মানপত্র পাঠ ও স্মৃতিচারণ করেন বিদায়ী শিক্ষার্থীগণ। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে সহপাঠি এবং শিক্ষকদের সাথে বিগত দিনের নানা স্মৃতির কথা তুলে ধরে এবং শিক্ষকদের প্রতি পরম কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করে।অধ্যক্ষকে সম্মাননা জানাতে ক্রেস্ট উপহার দেয় ছাত্রছাত্রীরা।
অধ্যক্ষ এম.কে. বড়ুয়া শিক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখী সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বায়নের এই যুগে কেবল বাংলাদেশ নয় বিশ্বনাগরিকরুপে নিজকে গড়ে তোলার প্রত্যয় থাকতে হবে। আগামী ডিজিটাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজকে যোগ্যরুপে গড়ে তুলতে হলে লেখাপড়ার কোন বিকল্প নাই। আজকের শিক্ষার্থীরাই তাদের মেধাবিকাশের মধ্যদিয়ে আগামী দিনে দেশকে আরো সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হবে। আমরা ভবিষ্যতে যাতে গর্ব করে বলতে পারি আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা প্রকৃত মানুষ হয়ে বিশ্বমানবতার সেবা করছে।
স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষিকা শর্মিলী বড়ুয়া বলেন,স্কুলের শিক্ষকগণ তোমাদের যেভাবে শিখিয়েছেন পড়িয়েছেন সেভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করলে তোমরা অবশ্যই সফল হবে।তিনি তাঁর বক্তব্যে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ও পরীক্ষার হলে করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং এসএসসি পরীক্ষায় সাফল্য লাভের নানা উপায় তুলে ধরেন।
এছাড়া বিষয়ভিত্তিক শিক্ষকগণ স্ব স্ব বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন এবং সবার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
আলোচনা শেষে পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট অর্জিত হয়,তার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরীক্ষার্থীদের হাতে শিক্ষাউপকরণ তুলে দেন শিক্ষক ও অতিথিবৃন্দ।
উল্লেখ্য প্রতিবছর হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীরা এ প্লাসসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে।
Discussion about this post