শিক্ষার আলো ডেস্ক
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার(১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে বিষয়টি জানা গেছে।
পরীক্ষার ফল প্রকাশের পরই ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন-গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত
এর আগে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে চলে পরীক্ষা।
Discussion about this post